২৭ জুন প্রায় সন্ধ্যা তখন। সিদ্ধেশ্বরীর বাসা থেকে স্বামীর সঙ্গে বের হয়েছি আড়ং যাব। জরুরি কিছু পোশাক কিনে ননাসের সন্তানের জন্য পাঠাতে হবে লন্ডনে। লকডাউনে সব বন্ধ হয়ে যাবে, তাই তাড়াও ছিল।
বাসার নিচে নেমেছি, রিকশা ঠিক করব। সিদ্ধেশ্বরী থেকে আড়ং যেতে তেমন সময় লাগে না। হঠাৎ কেন যানি মনে হলো একটু বেইলি রোড হয়ে যাই। মগবাজারের আড়ং না গিয়ে বেইলি রোডের আর্টিসানে গেলাম আমরা। তখন ৭টা ১০ মিনিটের মতো বাজে। হঠাৎ দোকানের আলো নিভে গেল। জিজ্ঞাসা করলাম, ‘মামা, দোকান কি বন্ধ করে দেবেন?’ ওনারা বললেন ‘না, বিদ্যুৎ চলে গেছে।’