অগোছালো রক্ষণভাগ

জাগো নিউজ ২৪ তুষার আবদুল্লাহ প্রকাশিত: ২৭ জুন ২০২১, ১০:৪৬

লকডাউনের পরিণতি এখন টাউন সার্ভিস বাসের মতো। ‘ডাইরেক্ট’, বিরতিহীন, সিটিং সার্ভিস বলে যাত্রী ওঠানোর পর দেখা যায়- বাসটি শুধু বাস স্টপেজই নয়, মানুষের বাড়ি বাড়ি গিয়ে যেন যাত্রী তুলবে। সিট ভরাট, দাঁড়ানোর রড ভরাট করে, বাসের পাদানি ও হাতল ভরাট করে নেয়। অতএব বাসের এসব ঘোষণায় যাত্রীদের বিশ্বাস নেই। করোনারও পরিণতি একই দিকে গড়িয়েছে।


সাধারণ ছুটি, বিধিনিষেধ, নিষেধাজ্ঞা, সীমিত পরিসর, শহর বিচ্ছিন্নকরণ, সর্বাত্মক, কঠোর লকডাউন, শাটডাউনের ঘোষণায় আমজনতা এখন মুচকি হাসে। কারণ তারা জানে, এসব ঘোষণায় কতিপয় সরকারি দফতর বন্ধ থাকবে। সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা ঘরে বসে থাকবেন। বহুজাতিক কিছু প্রতিষ্ঠানের কর্মীরা ঘরে বসে অফিস অফিস খেলা করবেন, বাকি সব অতিস্বাভাবিকই থাকবে। পথের যানজট, বিপণিবিতানের ভিড় কমবে না এক চিমটি। শহরের সঙ্গে শহরের সম্পর্কও রয়ে যাবে আগের মতোই, আন্তরিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us