গাজীপুরে ১১২ মামলায় প্রায় দেড় লাখ টাকা জরিমানা

মানবজমিন প্রকাশিত: ২৫ জুন ২০২১, ০০:০০

করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের তৃতীয় দিনে গাজীপুরের সড়ক-মহাসড়কে দূরপাল্লা ও আন্তঃজেলা বাস বন্ধ থাকলেও নানা ধরনের হালকা যানবাহনে লোকজনের অবাধ যাতায়াত রয়েছে। দোকানপাট খোলা রাখা হচ্ছে অনেক স্থানে। শিল্প-কলকারখানা, ব্যাংক-বীমাসহ নানা ধরনের কর্মমুখী প্রতিষ্ঠান খোলা রাখায় লকডাউন তেমন কার্যকর হচ্ছে না। দূর-দূরান্তের অনেক জেলার লোকজন ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে গাজীপুর আসছেন। এমনকি রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায় চলে যাচ্ছেন সিএনজি অটোরিকশা, ইজিবাইক, ব্যাটারিচালিত অটোরিকশাসহ নানা ধরনের যানবাহনের মাধ্যমে। কোথাও কোথাও ভেঙে ভেঙে এসব বাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে চলার ক্ষেত্রে করোনার ঝুঁকি ও ভোগান্তি বেড়েছে বলেই মনে করছেন তারা। যদিও লকডাউন বাস্তবায়নে এবং সংক্রমণ নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে জেলা প্রশাসনের জোরালো তৎপর রয়েছে। গতকাল জেলাজুড়ে ১৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১১২টি মামলা দায়ের ও প্রায় ১ লাখ ৪৪,৫০০ টাকা জরিমানা করেছে। এদিকে গত বুধবার জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে ২৫ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬০ জন। এ নিয়ে এই জেলায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৯৬ জন। নতুন করে মারা গেছে একজন। আর মোট মৃতের সংখ্যা হলো ২২৭ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us