ইউএনও’র বাসভবনের আনসার সদস্য বরখাস্ত

মানবজমিন প্রকাশিত: ২৫ জুন ২০২১, ০০:০০

শাহজাদপুরে আদিবাসী নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত মাহবুব আলম (৪৬) নামে এক আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ওই আদিবাসী নারী (৩৫) বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আনসার সদস্য মাহবুব আলমকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। অন্যদিকে ঘটনা তদন্তে সিরাজগঞ্জ জেলা আনসার ভিডিপির সহকারী কমান্ডেন্ট অফিসার জসিম উদ্দিনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, আনসার সদস্য মাহবুব আলম উপজেলা নির্বাহী অফিসার শাহ্‌ মো. শামসুজ্জোহার সরকারি বাসভবনে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি উপজেলা পরিষদ চত্বরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দ্বিতল ভবনের অস্থায়ী ক্যাম্পে থাকতেন। গত মঙ্গলবার গভীর রাতে ওই আনসার সদস্য পার্শ্ববর্তী আদিবাসী পল্লীর স্বামী পরিত্যক্তা এক নারীর ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই নারীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আনসার সদস্য মাহবুব আলম কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরদিন বুধবার আদিবাসী নারী ও তার স্বজনরা ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার শাহ্‌ মো. শামসুজ্জোহা ও উপজেলা আনসার ভিডিপি অফিসার ইনামুল হককে অবহিত করেন। একপর্যায়ে বিষয়টি জেলা আনসার ভিডিপি কমান্ডেন্ট অফিসার সিফাত-ই-খোদাকে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিক আনসার মাহবুব আলমকে সাময়িক বরখাস্তের আদেশ দেন এবং ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহ্‌ মো. শামসুজ্জোহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইন অনুযায়ী ওই আনসার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, আদিবাসী নারী বাদী হয়ে গত বুধবার বিকালে ধর্ষণচেষ্টার অভিযোগে আনসার সদস্য মাহবুব আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us