গৌরনদীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১

মানবজমিন প্রকাশিত: ২৫ জুন ২০২১, ০০:০০

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য ফিরোজ মৃধা ও পরাজিত প্রার্থী মন্টু হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে গত বুধবার সন্ধ্যায় মন্টু হাওলাদারের সমর্থক শাহ আলম হাওলাদার (৫০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে তিনি মারা যান। নিহত ব্যক্তি পরাজিত প্রার্থী মন্টু হাওলাদারের ভায়রা। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রে বোমা (ককটেল) হামলায় নিহত মৌজে আলী মৃধার হত্যাকাণ্ডের বিচার দাবিতে বুধবার বিকালে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। ওই মিছিলে যোগ দেয়াতে নিহত মৌজে আলীর ভাতিজা জাকির মৃধা ওইদিন বিকালে নিজগ্রাম ও পার্শ্ববর্তী এলাকার লোকজনকে জড়ো করে। মিছিলে উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের ফিরোজ সরদারের ছেলে সাগর সরদার (১৭) ও মজিবর খানের ছেলে আসিফ খান (১৫) অংশগ্রহণ করেন। মিছিল শেষে ফেরার সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা কমলাপুর গ্রামের রিকসাভ্যান চালক হাদিস সরদারের ভ্যানে ওঠে। এ সময় ভ্যানচালক জনপ্রতি ১৫ টাকা ভাড়া দাবি করে। কিশোর সাগর সরদার (১৭) ও আসিফ খান (১৫) ভ্যানচালক হাদিস সরদারকে ১০ টাকা করে ভাড়া দিতে চায়। এ নিয়ে ভ্যানচালকের সঙ্গে ওই দুই কিশোরের কলহ সৃষ্টি হয়। পরে ভ্যানচালক ওই দুই কিশোরকে নিয়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কমলাপুর গ্রামের বেইলি ব্রিজ সংলগ্ন জাহাঙ্গীর সরদারের চায়ের দোকানের সামনে পৌঁছান। সেখানে কিশোর সাগর সরদারের মামা শাহ আলম হাওলাদারকে দেখে সাগর তার কাছে ভ্যানচালকের বিরুদ্ধে বিচার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শাহ আলম হাওলাদার ভ্যানচালক হাদিস সরদারের ওপর চড়াও হন। এ ঘটনা দেখে ভ্যানচালকের পক্ষ নিয়ে জাকির মৃধা শাহ আলম হাওলাদারের ওপর চড়াও হয়। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে শাহ আলম হাওলাদার ঘুরে জাহাঙ্গীর সরদারের চায়ের দোকানের জলন্ত চুলার ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৪০ মিনিটে সে মারা যায়। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। তবে এখনই তার নাম দেয়া যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us