বালাগঞ্জে একাংশ বলে প্রচার-প্রকাশে বিভ্রান্তি

মানবজমিন প্রকাশিত: ২২ জুন ২০২১, ০০:০০

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৮শে জুলাই সিলেট-৩ (বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলা) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি বছরের ১১ই মার্চ করোনায় আক্রান্ত হয়ে এই আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর উপনির্বাচন নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি জাতীয় গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে প্রতিবেদন। তবে শুরু থেকে এখন পর্যন্ত সিলেট-৩ আসনের সঙ্গে বালাগঞ্জ উপজেলার একাংশ বলে প্রচার ও প্রকাশ করা হয়েছে। এমনকি সম্ভাব্য একাধিক প্রার্থীর সাক্ষাৎকার এবং তাদের পোস্টার-বিলবোর্ড সংসদীয় আসনভিত্তিক এলাকার সঙ্গে বালাগঞ্জ উপজেলাকে ভুলভাবে প্রকাশ করায় দেশ ও প্রবাসের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ নিয়ে বালাগঞ্জের সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন। বিগত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে বালাগঞ্জ উপজেলা সিলেট-২ আসনের অধীনে ছিল। নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৩টি করে ইউনিয়নকে দুটি সংসদীয় আসনে বিভক্ত রেখেই নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ওসমানীনগর, বিশ্বনাথ ও বালাগঞ্জের একাংশ নিয়ে সিলেট-২ আসন। আর দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে সিলেট-৩ আসন বিদ্যমান ছিল। সর্বশেষ ২০১৮ সালের ১৪ই মার্চ পুরো বালাগঞ্জ উপজেলাকে সিলেট-৩ আসনের সঙ্গে নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয় ইসি। এরপর বালাগঞ্জ উপজেলাকে সিলেট-২ আসনে ফিরিয়ে নিতে দলমত নির্বিশেষে ১লা এপ্রিলের মধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ-আপত্তি ও আবেদন করা হয়। ২৩শে এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ে এ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলাকে সিলেট-২ আসনে নেয়ার পক্ষে ১১২ জন এবং সিলেট-৩ আসনের সঙ্গে নেয়ার পক্ষে ৪৯ জন নাগরিক নিজেদের আইনজীবী নিয়ে গণশুনানিতে অংশ নেন। কিন্তু এরপরও স্থানীয় জনসাধারণের মতামতকে উপেক্ষা করে বালাগঞ্জকে সিলেট-৩ আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করে ৩০শে এপ্রিল সংসদীয় আসন পুনর্গঠনের গেজেট প্রকাশ করে ইসি। সাপ্তাহিক কুশিয়ারার কূল পত্রিকার প্রকাশক হুসাইন আহমদ, বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি কবি আ.হ ইমন শাহ ও সাধারণ সম্পাদক মো. কাজল মিয়া বলেন, প্রায় ৩ বছর আগে সংসদীয় আসন পুনর্গঠনের মাধ্যমে বালাগঞ্জকে সিলেট-৩ আসনের সঙ্গে যুক্ত করা হয়। কিন্তু এরপরও দায়িত্বহীন গণমাধ্যমকর্মী ও সম্ভাব্য প্রার্থী তালিকায় থাকা বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় নেতারা বালাগঞ্জকে ভুলভাবে উপস্থাপন করছেন- যা খুবই দুঃখজনক। এদিকে, এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের ২৫ জন প্রার্থীর মধ্যে ২১ জন মনোনয়ন সংগ্রহ করলেও দলীয় মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব। ১৫ই জুন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ১৭ই জুন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদ্য বহিষ্কৃত বিএনপি’র কেন্দ্রীয় সদস্য শফি আহমদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেস পার্টির জুনায়েদ মোহাম্মদ মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অপর দুই প্রার্থী শেখ জাহেদুর রহমান মাসুম ও ফাহমিদা হোসেন রুমার প্রার্থিতা বাতিল করা হয়। তবে তারা প্রার্থিতার জন্য আপিল করতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us