দিনাজপুরে লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি, মানছে না কেউ

মানবজমিন প্রকাশিত: ২২ জুন ২০২১, ০০:০০

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরের সদরে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি এক সভায় গতকাল এ সিদ্ধান্ত নিয়েছেন। ২৮শে জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন চলমান করা হয়েছে। এদিকে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও দুইজনের। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু ১৫৩ জন। ২৪ ঘণ্টায় নতুন ১২৩ জনসহ মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১০৬৪ জন। শনাক্তের হার ৪৮ দশমিক ৮০ শতাংশ বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস। এদিকে সদরে লকডাউনে মানুষ ও যেকোনো যানবাহন চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে শহরের অধিকাংশ প্রবেশ পথগুলোতে বাঁশ দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি অমান্য করে হালকা যানবাহন ও মানুষজন সড়ক মহাসড়কে অবাধে বিচরণ করছে। সড়কগুলোতে অটোরিকশা-ইজিবাইক চলাচলের সংখ্যাই বেশি। ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বাদে অন্যান্য দোকানপাটসহ বিপণিবিতানগুলো বন্ধ থাকার বিধিনিষেধ আরোপ করা হলেও অনেক দোকানপাট অর্ধেক ঝাঁপ ফেলে খোলা রেখেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us