গোয়াইনঘাটে পল্লী বিদ্যুৎ অফিসে ছাত্রলীগের তালা

মানবজমিন প্রকাশিত: ২২ জুন ২০২১, ০০:০০

সিলেটের গোয়াইনঘাটে পল্লী বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিং আর ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন। স্থানীয় জনসাধারণের নিত্যকার ভোগান্তির পাশাপাশি গত রোববার গোয়াইনঘাট সরকারি কলেজের একটি অনুষ্ঠানে এসে পল্লী বিদ্যুতের লোডশেডিং যন্ত্রণার কবলে পড়েন স্থানীয় সংসদ সদস্য ও সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি। এ সময় তিনি গোয়াইনঘাট পল্লী বিদ্যুতের গ্রাহকসেবার মান নিয়ে ক্ষোভ ঝাড়েন। এদিকে বার বার বলার পরও গোয়াইনঘাট পল্লী বিদ্যুতের লোডশেডিং বন্ধকরণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় গোয়াইনঘাট পল্লী বিদ্যুতের এরিয়া অফিসের তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গত রোববার সন্ধ্যা ৭টায় গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী সুমনের নেতৃত্বে গোয়াইনঘাট পল্লী বিদ্যুতের এরিয়া অফিসে গিয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়। এ সময় তারা গোয়াইনঘাটে অতিতের ন্যায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মিছিল দিতে থাকে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। এ সময় তিনি আন্দোলনকারী ছাত্রলীগের নেতাকর্মীদের নিভৃত করেন এবং গোয়াইনঘাটে পল্লী বিদ্যুতের  লোডশেডিংরোধসহ গ্রাহক সেবার মানোন্নয়নের আশ্বাস দিলে তারা সেখান থেকে চলে যান। গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী সুমন জানান, গোয়াইনঘাটে পল্লী বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিং আর ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে দীর্ঘদিন থেকে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সংশ্লিষ্টদের বার বার বলার পরও তারা ব্যবস্থা না নেয়ায় আমরা তাদের অফিসে তালা মারতে বাধ্য হই। এ ব্যাপারে গোয়াইনঘাট পল্লী বিদ্যুতের এরিয়া অফিস ইনচার্জ ও  এজিএম রাশেদুজ্জামান বলেন, গোয়াইনঘাটে লোডশেডিং নেই, তবে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের সংস্কার কাজ চলমান থাকায় কিছুটা সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে এজন্য কিছুটা গ্রাহক ভোগান্তি দেখা দিয়েছে। তাছাড়া কিছুটা লোকবল সংকটও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবায় সমস্যার কারণ। অচিরেই গোয়াইনঘাট পল্লী বিদ্যুতের সকল সমস্যা সমাধানে পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছেন। এব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাটের  উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, গোয়াইনঘাটে পল্লী বিদ্যুতের বিদ্যমান সকল সমস্যা জেনেছি এবং বিষয়টি দ্রুত সমাধানে উদ্যোগ নেয়া হচ্ছে। আশা করা যায় অচিরেই গোয়াইনঘাটবাসী আগেকার ন্যায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎপরিষেবা পাবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us