কঠোর লকডাউন বাস্তবায়নে প্রস্তুত রূপগঞ্জ উপজেলা প্রশাসন

মানবজমিন প্রকাশিত: ২২ জুন ২০২১, ০০:০০

প্রাণঘাতী করোনাভাইরাস জনিত রোগ বিস্তার রোধে নারায়ণগঞ্জ জেলাসহ ৭ জেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে মন্ত্রিপরিষদের উপ-সচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর প্রেক্ষিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে  বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্‌ নূসরাত জাহান। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, করোনাভাইরাস জনিত (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলাসমূহের সার্বিক কার্যাবলী চলাচল (জনসাধারণের চলাচলসহ) আজ সকাল ৬টা থেকে ৩০শে জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। এ সময়ে শুধুমাত্র জরুরি পরিষেবা, বিদ্যুত, জ্বালানি, গ্যাস, ফায়ার সার্ভিস বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, পণ্যবাহী ট্রাক চলাচল করবে। বাকি সবকিছু বন্ধ থাকবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহ্‌ নূসরাত জাহান বলেন, করোনা সংক্রমণরোধে নারায়ণগঞ্জ জেলার পাশাপাশি রূপগঞ্জ উপজেলাকেও লকডাউন করা হবে। এ উপজেলায় লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। এছাড়া প্রজ্ঞাপন পাওয়ার সঙ্গে সঙ্গে পুরো উপজেলায় মাইকিং করা হয়েছে। প্রতিদিন নিয়মিতভাবে পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতে একাধিক টিম টহলরত থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us