হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মুনির আটক

মানবজমিন প্রকাশিত: ২২ জুন ২০২১, ০০:০০

হেফাজতের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব, হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনিরকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুর আড়াইটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম হাটহাজারীতে আত্মগোপনে থাকা হেফাজতের এক সময়ের প্রভাবশালী এই নেতাকে আটক করে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশের এই কর্মকর্তা জানান, মাওলানা নাসির উদ্দিন মুনির বেশ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি। এরমধ্যে সংগঠনটির সাবেক আমীর আল্লামা শফীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায়ও সাবেক এই জনপ্রতিনিধির নাম আছে। উল্লেখ্য, মাওলানা নাসির উদ্দিন মুনির হেফাজত আমীর আল্লামা জোনায়েদ বাবুনগরীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। আল্লামা শফীর মৃত্যুর কিছুদিন আগে হাটহাজারী মাদ্রাসায় সৃষ্ট ছাত্র বিক্ষোভে তিনি নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ আছে। এই আন্দোলনের কারণেই মূলত হেফাজত আমীরের ছেলে আনাস মাদানি সহ তার অনুসারীদের হাটহাজারী মাদ্রাসা ও হেফাজতের নেতৃত্ব হারাতে হয়। তবে সদ্য গঠিত হেফাজতের নতুন আহ্বায়ক কমিটিতে মামুনুল হকদের মতো সংগঠনটির সাবেক এই যুগ্ম আহ্বায়কেরও জায়গা হয়নি। মূলত মোদিবিরোধী আন্দোলনে হাটহাজারীতে সৃষ্ট নাশকতার ঘটনায় ‘মোস্ট ওয়ানটেড’ আসামি হওয়ায় অন্যদের মতো তাকেও সংগঠন থেকে আপাতত দূরে রেখেছেন বাবুনগরী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us