তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১৩ অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশির একমাসেও খোঁজ মেলেনি। তিউনিসিয়ান কোস্টগার্ড, রেডক্রিসেন্ট ও অভিবাসন কর্তৃপক্ষ থেকে তাদের জীবিত বা মরদেহ উদ্ধারের নিশ্চিত কোনো তথ্য পায়নি বাংলাদেশ দূতাবাস।
দুর্ঘটনার এতদিন পরও উদ্ধারের কোনো খবর না পাওয়ায় তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার বাংলাদেশিদের ভাষ্য থেকেও তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের 'মৃত' বলার সুযোগ নেই বলেই জানিয়েছে সংশ্লিষ্টরা।