করোনার বিরূপ প্রভাব নিয়ে আমরা উদাসীন

সমকাল ড. মাহবুব উল্লাহ প্রকাশিত: ১৯ জুন ২০২১, ১০:১৩

আমাদের দেশে একটি প্রবাদ প্রচলিত আছে। প্রবাদটি হলো, 'গেঁয়ো যোগী ভিক পায় না।' এর অর্থ নিজ দেশ, নিজ অঞ্চল বা নিজ দেশের মানুষ যে যতই জ্ঞানী-গুণী হোক না কেন, সে স্বদেশি বা স্বজাতির কাছে কদর পায় না। গ্রিসের মহাকবি হোমার সম্পর্কে কথিত আছে, হোমার ছিলেন চারণকবি। তিনি তার রচিত গান গেয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়াতেন। গান গাওয়ার জন্য তিনি শ্রোতাদের কাছ থেকে দু-চার পয়সা সম্মানী হিসেবে পেতেন। টাকার অঙ্কে এর পরিমাণ ছিল খুবই নগণ্য। এভাবেই হোমার দারিদ্র্যের মধ্যে জীবন কাটাতেন। হোমারের মৃত্যুর পর গ্রিসের সাতটি রাজ্য দাবি করল হোমার তাদেরই রাজ্যের বাসিন্দা। প্রাচীন গ্রিস সম্পর্কে যাদের ধারণা আছে, তারা জানেন গ্রিস একসময় বেশ কিছু নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। চারণকবি হোমার এসব রাষ্ট্রের মধ্যেই গান গেয়ে বেড়াতেন। এক ইংরেজ কবি হোমারের মৃত্যুর পর বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে হোমারকে নিজ নিজ রাষ্ট্রের নাগরিক দাবি করায় লিখেছিলেন, 'সেভেন কান্ট্রিস ক্লেইমড দ্য পয়েট ডেড,/থ্রু সুইচ দ্য পয়েট বেগড হিজ ব্রেড।' অনেক সময় আমরা এমনটি হতে দেখি। আমরা আমাদের দেশের জ্ঞানী-গুণী মানুষকে যথার্থ মর্যাদা এবং সম্মান দিই না। তাদের আদেশ-উপদেশ-অনুজ্ঞাকেও কোনোরকম গুরুত্ব দিই না। অথচ তারা দেশটিকে ভালো করে চেনেন। কারণ, এ দেশেই তাদের জন্ম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us