কেন্দ্রীয় নেতাসহ ৫শ’ জনের বিরুদ্ধে মামলা, বিএনপি’র দাবি নিখোঁজ ২৮

মানবজমিন প্রকাশিত: ১৯ জুন ২০২১, ০০:০০

ময়মনসিংহে ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫শ’ নেতাকর্মীর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল সকালে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মানিকুল ইসলাম বাদী হয়ে ওই মামলা দু’টি দায়ের করেন। কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরক আইনে এবং পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫শ’ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক ছাত্রদলের ৮ নেতাকর্মীকে ওই ২ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ২০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।এদিকে ছাত্রদল আয়োজিত সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ জোর করে সভা বন্ধ করতে নির্বিচারে লাঠিচার্জ ও আকস্মিক গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে ময়মনসিংহ বিএনপি। গতকাল দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে ময়মনসিংহ জেলা বিএনপি উত্তর,  দক্ষিণ ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। নেতারা জানান, পুলিশি হামলায় বিএনপি ও ছাত্রদলসহ প্রায় একশ’ নেতাকর্মী আহত হয়েছেন। অন্তত ১৭ জন গুলিবিদ্ধ হয়েছে। ৪ জনের মাথা ফেটে যায়। ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২৮ জন নিখোঁজ রয়েছেন। এছাড়াও ২২টি মোটরসাইকেল পুলিশ তুলে নিয়ে গেছে। ঘটনার পর ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ হয়েছে। এর আগে বৃহস্পতিবার ওই ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমরান সালেহ প্রিন্স  জানান, পুলিশের এই ন্যক্কারজনক, নিষ্ঠুর ও নির্মম হামলা বলে উল্লেখ করে ঢাকা ও ময়মনসিংহে ছাত্রদলের কর্মসূচিতে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসঙ্গে গ্রেপ্তারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স, জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ, বৃহস্পতিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের শম্ভুগঞ্জের দক্ষিণ চরকালীবাড়ী দাখিল মাদ্রাসা মাঠে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা, মহানগর, কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং বাকৃবি ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় ইট-পাটকেল নিক্ষেপ, পুলিশের গুলিবর্ষণ ও লাঠিচার্জের ঘটনা ঘটে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us