মানবজমিনে সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু

মানবজমিন প্রকাশিত: ১৮ জুন ২০২১, ০০:০০

পটুয়াখালীর বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৫তম গ্রেড থেকে ১৩তম গ্রেডে উন্নীত হলে গ্রেড পরিবর্তনের জন্য ৭শ’ টাকা করে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ‘বাউফলে শিক্ষকদের গ্রেড পরিবর্তনে ঘুষ নেয়ার অভিযোগ’ শিরোনামে গত ১৫ই জুন দৈনিক মানবজমিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসে পটুয়াখালী জেলা শিক্ষা অফিস কর্তৃপক্ষের। এরপর নড়েচড়ে বসে গোটা শিক্ষা অফিস। ঘটনা তদন্তে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নাজিরপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন্ন ইউআরসি ভবনে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান। তিনি জানান, প্রকাশিত রিপোর্টটি দৃষ্টিগোচর হয়েছে তার। সেজন্য গত দুই দিনই সরজমিন ঘটনাটির তদন্ত করছেন তিনি। এ সময় কয়েকজন সহকারী শিক্ষকের আলাদা আলাদাভাবে লিখিত বক্তব্য নিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us