চট্টগ্রামে ফুটপাথে চাঁদা না দেয়ায় হকারকে অপহরণ, আটক ১

মানবজমিন প্রকাশিত: ১৮ জুন ২০২১, ০০:০০

চট্টগ্রামে আবু বকর সিদ্দিক নামে ফুটপাথে চাঁদাবাজি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চাঁদা না দেয়ায় তাদের হাতে জিম্মি রিফাতুল ইসলাম নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। গতকাল সকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা থেকে ডবলমুরিং থানার পুলিশ তাকে উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আবু বক্কর ছিদ্দিক  ডবলমুরিং থানার মোগলটুলি হাজী ইয়াছিন আলী লেইনের জাকিরুল হকের ছেলে। তিনি স্থানীয় সন্ত্রাসী মুন্নার অনুসারী বলে পরিচিত। জানা যায়, অন্যদের মতো মুন্না বাহিনী আগ্রাবাদ বাদামতলী মোড়ের ফুটপাথে ব্যবসা করা রিফাতের কাছেও চাঁদা দাবি করে। এ সময় রিফাত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত বুধবার রাতে তাকে তুলে নিয়ে যায় মুন্না বাহিনী। প্রথমে তাকে মারধর করে ২০ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। এরপর তার পরিবারের কাছে ফোন করে আরও এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় তার পরিবার প্রথমে ৫ হাজার টাকা দেয়। পরে বিষয়টি পুলিশকে জানানোর পর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালায় পুলিশ। পরে আগ্রাবাদ কমার্স কলেজ রোডের প্রাথমিক শিক্ষা ভবনের পরিত্যক্ত নিচতলা থেকে রিফাতকে উদ্ধার করা হয়। এ সময় আবু বকরকে গ্রেপ্তার করা হলেও পালিয়ে যায় বাকিরা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে। সে ছাড়াও মুন্নার গ্রুপে শুভ দাশ (২৩), শাহ আমানত শিশির (২৬) ও রহমান (২০) সহ আরও কয়েকজন কাজ করে বলে জানায়। এর আগেও একই কায়দায় একাধিক ব্যক্তিকে আটক করেছে বলেও জানায় সে। মূলত ফুটপাথে চাঁদাবাজির আধিপত্য বজায় রাখতেই তারা এ পন্থা অবলম্বন করে বলে জানায়।ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, তারা আগ্রাবাদ এলাকায় ফুটপাথে চাঁদাবাজি করে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে তুলে নিয়ে যেতো। মারধর করে প্রথমে যা পেতো তা ছিনিয়ে নিতো। এরপর তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করতো। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক বাকিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us