গাজীপুরে ৬ ডাকাত গ্রেপ্তার

মানবজমিন প্রকাশিত: ১৮ জুন ২০২১, ০০:০০

গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক কাঁচামাল ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে ডাকাতি হওয়া অটোরিকশার বিভিন্ন যন্ত্রপাতি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠালে আদালত প্রত্যেককে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারকৃতরা হলো- হামিদুল ইসলাম (২৮), মিজানুর রহমান ওরফে কেটু মিজান (২৯), তারিকুল ইসলাম রাহাত (২৩), ইমরান সরকার (২৬), সোহেল (৩০) ও রিপন কুমার সাহা (৩৮)। তারা গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় বাসা ভাড়ায় থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়ক মহাসড়কে ডাকাতি করতো। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান জানান, মোনায়েম খা নামে এক কাঁচামাল ব্যবসায়ী গত ৮ই জুন ভোরে ভোগড়া বাইপাস থেকে কাচামালের আড়ৎ থেকে মালামাল কিনে গাজীপুর সদর থানাধীন বাহাদুরপুর বাজারে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় ৬-৭ জনের একদল ডাকাত গতিরোধ করে। এসময় কিছু বুঝে ওঠার আগে তাকে মারধর করে প্রায় ৯০ হাজার টাকা মূল্যের কাঁচামালসহ অটোরিকশাটি নিয়ে যায়। এ সময় তার কাছে থাকা নগদ ৪৭ হাজার টাকাও লুটে নেয় ডাকাত দল। পরে ব্যবসায়ী মোনোয়েম খাঁ জিএমপি বাসন থানায় অভিযোগ দায়ের করলে সিসিটিভি ফুটেজ দেখে ডাকাতি কাজে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us