১০ হাজার টাকায় ভাসানচর থেকে পলায়ন, রোহিঙ্গা যুবক আটক

মানবজমিন প্রকাশিত: ১৮ জুন ২০২১, ০০:০০

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ফের এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। আটককৃত মো. ইলিয়াছ (৩০) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি ক্যাম্পের ৭৯নং ক্লাস্টারের ৩নং রুমে বসবাস করেন। গত বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বোয়ালখালী ঘাট থেকে তাকে আটক করা হয়। চরজব্বার থানা সূত্রে জানা যায়, ইলিয়াছ দু্‌ই বিয়ে করেন। তার এক বউ ভাসানচর, আরেক বউ কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে। গত বুধবার ভোরে ১০ হাজার টাকার বিনিময়ে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে তিনি দালালের মাধ্যমে মাছ ধরার নৌকা করে কক্সবাজারের কুতুপালংয়ের উদ্দেশ্যে রওয়ানা হন। দালাল তাকে দুপুরের দিকে সুবর্ণচর উপজেলার বোয়ালখালী ঘাটে নামিয়ে দিয়ে সটকে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us