চুয়াডাঙ্গায় করোনা শনাক্তে রেকর্ড, আরও ৪ জনের মৃত্যু

মানবজমিন প্রকাশিত: ১৮ জুন ২০২১, ০০:০০

চুয়াডাঙ্গায় করোনা শনাক্তে নতুন রেকর্ড করেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যা আজ পর্যন্ত একদিনের সর্বোচ্চ শনাক্ত। শতাংশের হিসাবে ৪৬ দশমিক ০৯। এদিন জেলাতে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ৩ জনই দামুড়হুদা উপজেলার। বর্তমানে চুয়াডাঙ্গায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২ হাজার ৪০৪ জন। মোট মৃত্যু হলো ৭৪ জনের।চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে চুয়াডাঙ্গায় ১২৮ জনের করোনা পরীক্ষার ফল আসে। এরমধ্যে ৫৯ জনের পজেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৯ জন, দামুড়হুদা উপজেলার ১৮ জন, জীবননগর উপজেলার ৮ জন এবং আলমডাঙ্গা উপজেলার ৪ জন।বর্তমানে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৪০১ জন। এরমধ্যে দামুড়হুদা উপজেলার ১৬২ জন, সদর উপজেলার ১২১ জন, জীবননগর উপজেলার ৮১ জন এবং আলমডাঙ্গা উপজেলার ২৭ জন রয়েছেন।দামুড়হুদা উপজেলার করোনা আক্রান্ত ১৬২ জনের মধ্যে ১৪৮ জন বাড়িতে এবং ১২ জন হাসপাতালে আইসোলেশনে আছেন। বাকি ২ জনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। সদর উপজেলার ১২১ জনের মধ্যে ১০৩ জন বাড়িতে এবং ১৭ জন হাসপাতালে আইসোলেশনে আছেন। বাকি একজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। জীবননগর উপজেলার ৮১ জনের মধ্যে ৮০ জন বাড়িতে এবং একজন হাসপাতালে আইসোলেশনে আছেন। আলমডাঙ্গা উপজেলার ২৭ জনের মধ্যে ২০ জন বাড়িতে এবং ৬ জন হাসপাতালে আইসোলেশনে আছেন। বাকি একজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত বুধবার আসা রিপোর্ট অনুযায়ী চুয়াডাঙ্গায় এটি একদিনের সর্বোচ্চ শনাক্ত। জেলার বর্তমান স্বাস্থ্যসেবার সক্ষমতা বিষয়ে তিনি বলেন, জেলায় প্রয়োজনীয় সংখ্যাক সেবিকা এবং ওষুধ মজুত আছে। অঙিজেনেরও ঘাটতি নেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us