পাকুন্দিয়ায় ঘর পাচ্ছেন আরও ৭৫ ভূমিহীন

মানবজমিন প্রকাশিত: ১৭ জুন ২০২১, ০০:০০

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’- এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভূমিহীনদের ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রথম পর্যায়ে উপজেলার বিভিন্ন এলাকায় ৫১টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ৭৫টি ঘর নির্মাণ হচ্ছে। নির্মিতব্য এসব ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৪ গোলশান আরা।  গত সোমবার বিকালে তিনি পাকুন্দিয়া উপজেলায় নির্মিতব্য ৩২টি ঘর পরিদর্শন করেন এবং প্রথম পর্যায়ে নির্মাণ করা ঘরগুলোতে থাকা লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় কিশোরগঞ্জ রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. জুলহাস হোসেইন সৌরভ, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম, পাটুয়াভাঙা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহাব উদ্দিন ও সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রওশন করিম জানান, দ্বিতীয় পর্যায়ে পাকুন্দিয়া উপজেলার ‘ক’ শ্রেণির ৭৫টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে  দেয়া হচ্ছে। দ্রুতগতিতে এসব ঘরের নির্মাণ কাজ চলছে। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় এসব ঘর নির্মাণ হচ্ছে। এর মধ্যে পাটুয়াভাঙা ইউনিয়নের আউলিয়া পাড়ায় ২০টি, কলাদিয়া গ্রামে ২৫টি, বরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে ৪টি, নারান্দি ইউনিয়নের নূরপুর গ্রামে ৬টি ও সুখিয়া ইউনিয়নের আশুতিয়া গ্রামে ২০টি ঘর নির্মাণ হচ্ছে। দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা এসব ঘরের প্রতিটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক লাখ ৯০ হাজার টাকা। এর মধ্যে ৩২টি ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।  পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান বলেন, মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে এ উপজেলায় ৭৫টি ঘর নির্মাণ করা হচ্ছে। চলমান এসব ঘরের কাজ পরিদর্শন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মহোদয় পরিদর্শনে এসেছেন। তিনি নির্মিতব্য এসব ঘরের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি দ্রুত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ ছাড়াও প্রথম পর্যায়ে হস্তান্তরকৃত ঘরে বসবাস করা  লাকজনের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বসবাসকারী দুস্থ, অসহায়দের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us