১ মাসেও ধরা পড়েনি আসামি আতঙ্কে এতিম শিশুরা

মানবজমিন প্রকাশিত: ১৭ জুন ২০২১, ০০:০০

সিলেটের সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাটে কামাল উদ্দিন হত্যার ১ মাস অতিবাহিত হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে মূল আসামিরা। তবে এই মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। আসামিদের মামলা তুলে নেয়ার হুমকিতে আতঙ্ক আর নিরাপত্তাহীনতায় এতিম শিশুদের নিয়ে দিনাতিপাত করছেন নিহত কামালের বিধবা স্ত্রী। সরজমিন ঘুরে জানা যায়, চলতি বছরের ২০শে ফেব্রুয়ারি নিহত কামাল উদ্দিন কুরিখলা গ্রামের আব্দুল্লাহ’র ছেলে দুলালের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হন। এই হামলায় কামাল ও তার ভাই আজির উদ্দিন গুরুতর আহত হন। ওই ঘটনায় কামাল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করলে গোয়াইনঘাট থানা পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পায়। পরে মামলা এফআইআর করে চার্জশিট  আদালতে প্রেরণ করেন। এই মামলার জের ধরে খুনিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঈদুল ফিতরের দিন বাদ মাগরিব কামালের উপর অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে। অনুসন্ধানে জানা গেছে, খুনিরা আবারও নিহত কামালের স্বজনদের এবং বাদী (ভাই)কে মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছে, অন্যথায় বাদীকে উল্টো হামলার হুমকি দিচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us