লালমাইয়ে অপহরণের ১২ ঘণ্টা পর স্কুলছাত্রী উদ্ধার

মানবজমিন প্রকাশিত: ১৭ জুন ২০২১, ০০:০০

কুমিল্লার লালমাই উপজেলার মিতল্লা থেকে অপহরণের ১২ ঘণ্টা পর স্কুলছাত্রীকে চট্টগ্রামের আন্ধারমানিক থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ওই সময় অপহরণকারী চক্রের চার সদস্যকেও গ্রেপ্তার করেছেন। গতকাল সকালে আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও অপহৃতার পরিবার জানায়, উপজেলার গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী (১৬) মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় স্কুলে এসাইনমেন্ট জমা দিতে যাওয়ার সময় মিতল্লা নামক স্থান থেকে একটি মাইক্রোযোগে তাকে অপহরণ করা হয়। এই ঘটনায় অপহৃতার পিতা বাদী হয়ে বেলঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মেম্বার ও তার ছেলে হেলাল উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে লালমাই থানায় একটি অপহরণ মামলা করেন। মামলা দায়েরের ৬-৭ ঘণ্টার মধ্যেই চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন আন্ধারমানিক গ্রামের জৈনিক আবদুল হান্নানের বসতঘর থেকে অপহৃতাকে উদ্ধার করে পুলিশ। এছাড়া উপজেলার মিতল্লা গ্রামের রফিকুল ইসলাম মেম্বারের ছেলে হেলাল উদ্দিন (২৫), গৈয়ারভাঙ্গা গ্রামের হারুনুর রশিদের ছেলে মো. নাইম (২৪), তার স্ত্রী জান্নাত বেগম (১৯) ও উত্তড্ডা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. শাহ আলম (২৫) কে গ্রেপ্তার করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us