খুলনায় আরও ১০ জনের মৃত্যু, জেনারেল হাসপাতালকেও করা হচ্ছে করোনা ইউনিট

মানবজমিন প্রকাশিত: ১৭ জুন ২০২১, ০০:০০

খুলনায় করোনা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে খুলনা জেনারেল হাসপাতালকেও করোনা ইউনিট করা হচ্ছে। আগামী সপ্তাহেই করোনা ইউনিটটি চালুর সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় বাগেরহাটে ৪ জন, খুলনায় একজন, যশোরে ৩ জন, কুষ্টিয়ায় একজন ও মেহেরপুরে একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।বিভাগে মোট শনাক্ত হয়েছেন ৪১ হাজার ৮৪৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৯-এ। খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘শুক্রবার জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় খুলনা জেনারেল হাসপাতালকে পুরোটাই করোনা ইউনিট চালুর সিদ্ধান্ত নেয়া হয়। যেহেতু বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন করোনা ইউনিটে রোগীর চাপ বেড়েই চলেছে, সেজন্য আমরা যত দ্রুত সম্ভব সাধারণ রোগীদের যারা সুস্থ হচ্ছেন তাদের ছাড়পত্র দিচ্ছি। আর যাদের হাসপাতালে রেখে চিকিৎসা প্রয়োজন হবে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করছি। বিষয়টি রোগীর স্বজনদেরকে জানিয়ে দেয়া হয়েছে।’ তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে ৭০ শয্যার অঙিজেন পোর্ট সংযুক্ত আছে, যার কারণে প্রাথমিকভাবে ওই শয্যাই করোনা ইউনিট চালু করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us