চিত্রনায়িকা পরীমনি যখন ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টার অভিযোগ করেছেন এক ব্যবসায়ীর বিরুদ্ধে, তখন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো প্রতিবাদ কর্মসূচি না দেওয়ার সমালোচনা উঠেছে ফেইসবুকে।
অনেকে বলছেন, বছরজুড়ে মশক নিধন অভিযান, পিকনিক ও ভোটের প্রচারে অংশ নিয়ে আলোচনার খোরাক জোগালেও এখন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি চুপ কেন?
তবে চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংরক্ষণে গঠিত সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খান সোমবার বিকালে গ্লিটজকে বলেন, “গ্রেপ্তাররা যেন আইনের ফাঁক দিয়ে বের হতে না পারে, সেকারণে আমরা সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা পরীমনির পাশে আছি।”