শরণখোলায় শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

মানবজমিন প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০০:০০

গভীর রাতে শিক্ষককে ধরে নিয়ে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানোর ঘটনার প্রতিবাদে বাগেরহাটের শরণখোলায় মানববন্ধন করেছে ক্ষুব্ধ শিক্ষকরা। গতকাল উপজেলা সদরের রায়েন্দা বাজারের শহীদ মিনার সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। শিক্ষকরা জানান, উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া এলাকার বাসিন্দা আ. কাদের হাওলাদারের ছেলে ও ৪৭নং শরণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম (৪৫) এর বিরুদ্ধে এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ তুলে উপজেলার সোনাতলা (মড়েল বাজার) এলাকার বাসিন্দা মো. কাঞ্চন বয়াতীর ছেলে রাজমিস্ত্রি মো. কালাম  হোসেন বয়াতী (৩৮) বাদী হয়ে সম্প্রতি শরণখোলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ ইতিমধ্যে শহিদুলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। তবে, ওই শিক্ষকের পরিবারের অভিযোগ, ৭ই জুন গভীর রাতে শহিদুলকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসে শরণখোলা থানা পুলিশ। পরবর্তীতে থানায় আটক অবস্থায় ৮ই জুন কামাল বয়াতী বাদী হয়ে শহিদুলের নামে একটি নারী নির্যাতন মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায় পুলিশ। এ ছাড়া মামলার বাদী কামাল বয়াতী একজন মামলাবাজ লোক। তার নামে একাধিক মামলা রয়েছে। মানুষের ক্ষতি করাই তার পেশা। বক্তারা প্রধান শিক্ষক শহিদুলের বিরুদ্ধে দায়েরকৃত ওই ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানান। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে এতে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. সুলতান আহম্মেদ, সহকারী শিক্ষক মাওলানা নুরুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. আলমগীর হোসেন প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us