সাইনোসাইটিসের সমস্যায় অনেককে ভুগতে দেখা যায়। অনেকে আবার জানেও না তার সাইনোসাইটিসের সমস্যা আছে।সারাক্ষণ নাক-মাথা ভার ভার লাগা, মাথায় কপালে অস্বস্তি-সহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় এই সাইনোসাইটিসের ফলে। বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে এই সমস্যা আরও বাড়ে। এ ছাড়াও ঘরের স্যাঁতস্যাঁতে গন্ধ ও আবহাওয়াও এর জন্য দায়ী।