বঙ্গবন্ধু আন্তর্জাতিক ন্যাশ দিবস ২০২১

জাগো নিউজ ২৪ ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল প্রকাশিত: ১০ জুন ২০২১, ০৮:০৪

আজ ১০ জুন, আন্তর্জাতিক ন্যাশ দিবস। বিশ্ব যখন কোভিড অতিমারিতে ব্যতিব্যস্ত, তখন অজান্তেই আড়ালে চলে গেছে অন্য প্যান্ডেমিকটি যা পৃথিবীব্যপি দাপিয়ে বেড়াচ্ছে গত বেশ কয়েক দশক ধরে। ধারণা করা হয় পৃথিবীর ১৫ শতাংশের মত মানুষ এই ফ্যাটি লিভারে আক্রান্ত, যার থামাথামির কোন লক্ষণ অপাতত আমাদের সামনে দৃশ্যমান নয়। জটিল সব অংক, বিজ্ঞানের ভাষায় যার নাম ম্যাথেমিটিক্যাল মডেলিং, বলছে ২০৩০ নাগাদ কমার বদলে ফ্যাটি লিভার বিশ্বব্যাপি বৃদ্ধি পাবে ৬০ শতাংশের মত। বাংলাদেশও এর কোন ব্যতিক্রম ঘটছে না। একটা সময় ছিল যখন হেপাটাইটিস বি ভাইরাস ছিল এদেশে লিভার সিরোসিস আর লিভার ক্যান্সারের মত লিভারের জটিল যত রোগের এক নম্বর কারন, এখনও তাই। পরিবর্তনের ছোয়াটা লেগেছে দ্বিতীয় স্থানটিতে। হেপাটাইটিস সি ভাইরাসকে হটিয়ে এখন এই জায়গাটি ফ্যাটি লিভারের দখলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us