টিকটক লাইকি নিয়ে ভাবার সময় এসেছে

জাগো নিউজ ২৪ শান্তনু চৌধুরী প্রকাশিত: ০৮ জুন ২০২১, ১০:০৮

ঢাকা শহরে ছেলেবেলায় প্রথম প্রথম যখন বেড়াতে আসতাম তখন টেলিভিশন বা সিনেমা জগতের তারকাদের দেখার একটা বাসনা ছিল। আর কিছু না হোক অন্তত গ্রামের বন্ধুদের গিয়ে গল্পতো করা যাবে। সে কারণে মাঝে মাঝে এফডিসির সামনে গিয়েও দেখতাম। এরপর কতো চন্দ্রভূক অমাবশ্যা কেটে গেছে। সাংবাদিকতা করতে গিয়ে কতো কতো তারকার সাথে আড্ডা, বন্ধুত্ব হয়েছে। কিন্তু সময় এখন বদলেছে। চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, ক্রীড়া ইত্যাদি ক্ষেত্রে সফল হয়ে তারকা হওয়ার জায়গাটায় পরিবর্তন এসেছে এবং এটাই বাস্তবতা।


‘ইউটিউবার’, ‘মোটিভেশনাল স্পিকার’, ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’, ‘টিকটকার’, ‘লাইকি’ ‘ভ্লগার’—এই অভিধাগুলো ডিজিটাল যুগে নতুন এবং বেশ শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করেছে। মৌসুমী, ওমর সানী, পূর্ণিমা থেকে শুরু করে বিদ্যা সিনহা মিম, সাফা কবির, টয়া, তানজিন তিশা, মেহ্জাবীন, ইমরান মাহমুদুল, কোনালসহ অনেকেই এই ভিডিও নির্মাতাদের তালিকায় আছেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের পর নতুন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন শ্রেণির দর্শকের কাছে পৌঁছার জন্যই এই প্রচেষ্টা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us