নোনাপানিতে ডুবে আছে সব, সংকট খাওয়ার পানির

প্রথম আলো প্রকাশিত: ৩১ মে ২০২১, ২১:৪৯

খুলনার কয়রায় বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি-হোগলা সড়কের দক্ষিণ ঘুগরাকাটি গ্রামে সেতুর পাশ দিয়ে ইট বিছানো একটি সড়ক চলে গেছে কলাপোতা গ্রামে। সড়কের দুই পাশের বাড়িঘর তলিয়ে আছে পানিতে। সড়কের কোথাও কোথাও প্রায় কোমরসমান পানি।


সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়ক ধরে পানির কলস কাঁকে কলাপোতা গ্রামে নিজের বাড়ি ফিরছিলেন তপতী মণ্ডল, শীলা রানী সরকারসহ আরও কয়েকজন নারী। কলসভর্তি খাওয়ার পানি। প্রায় ছয় কিলোমিটার দূরের হোগলা গ্রামের একটি নলকূপ থেকে পানি এনেছেন তাঁরা। ওই এক কলস পানিই চারজনের পরিবারের এক দিনের সম্বল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us