আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

নয়া দিগন্ত প্রকাশিত: ২৬ মে ২০২১, ১৭:২৩

বরগুনার বেতাগীতে পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে পানি গ্রামে প্রবেশ করেছে। এ দিকে আশ্রয় কেন্দ্র যাওয়ার সময় উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের দক্ষিণ কালিকাবাড়ি গ্রামের মো: স্বপন মিয়ার ছেলে ইমামুল হোসেন (৩) নামের এক শিশু মায়ের কোল থেকে পড়ে মৃত্যু বরণ করেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিষখালী নদীর তীরবর্তী এলাকা দক্ষিণ কালিকাবাড়ি বেড়িবাঁধ ভেঙে পানি গ্রামে প্রবেশ করে। এ সময় দমকা বাতাস বইতে থাকে। আকাশও মেঘাচ্ছন্ন থাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ওই গ্রামের মো: স্বপন মিয়ার শিশু সন্তান মো: ইমামুল হোসেনকে (৩) নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় মায়ের কোল থেকে শিশু পানিতে পড়ে যায়। পরে পানির স্রোত বেশি থাকায় শিশুটি ভেসে যায়। পড়ার এক ঘণ্টা পরে শিশুকে এলাকাবাসী মৃত অবস্থায় উদ্ধার করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us