কৃষিজমি কিংবা বসতভিটার জমিতে কলকারখানা স্থাপন যেন না হয়, সেদিকে জোর দিচ্ছে সরকার। তবে সরকার শিল্প-কলকারখানার বিকাশ চায় না, এমনটা ভাববার অবকাশ নেই। বরং পরিবেশবান্ধব ও পরিকল্পিত শিল্পনগরী গড়ে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ। এ লক্ষ্যে সরকার দেশে ১০০টি শিল্পনগরী গড়ে তুলতে কাঠ-খড় পুড়িয়ে যাচ্ছে। ইতোমধ্যে এ পদক্ষেপের ফলাফলও দৃশ্যমান হতে শুরু করেছে। শিল্পনগরীগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আসতে শুরু করেছে। কোম্পানিগুলোকে জমি হস্তান্তরও করা হচ্ছে সমানতালে। চলছে বিনিয়োগকারীদের কারখানা স্থাপনের কাজ। ফলে শিল্পনগরীগুলো কর্মচঞ্চল হয়ে উঠছে ক্রমাগত। সংশ্লিষ্টদের আশা, শিল্পনগরীগুলোর ওপর ভিত্তি করেই এগিয়ে যাবে আগামীর অর্থনীতি।