কভিডের মধ্যে ২০২০-২১ অর্থবছরের বাজেট ব্যবস্থাপনা সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। কভিডের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে গিয়েছিল। স্বাভাবিক সময়ে যে পরিমাণ রাজস্ব আদায় হয়, ধরে নেওয়া হয়েছিল কভিডের মধ্যে প্রত্যাশিত পরিমাণে রাজস্ব আদায় হবে না। এ চ্যালেঞ্জ শুধু বাংলাদেশকেন্দ্রিক ছিল না, বরং বৈশ্বিক চ্যালেঞ্জও ছিল বটে। বাংলাদেশের জন্য এ সংকট আরও ঘনীভূত হয়েছিল, কারণ আমাদের ঘাটতি বাজেট সাধারণত বৈদেশিক ঋণ ও সহযোগিতা থেকে পূরণ করা হয়। কিন্তু কভিডের সময়ে বিশ্বব্যাপী আর্থিক সংকট সৃষ্টি হওয়ায় বৈদেশিক সহায়তা প্রত্যাশিত মাত্রায় পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল। তখন সুশীল সমাজসহ বিভিন্ন পক্ষ থেকে বাজেট প্রস্তাবনায় ব্যয় সংকোচন করে কীভাবে বাজেট ঘাটতি পূরণ করা যায় সে ব্যাপারে পরামর্শ দেয়। সরকারের বাজেট ব্যবস্থাপনায় এটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল।