ফেনীতে কলেজছাত্রী অপহরণের ২ মাস পর ঢাকা থেকে উদ্ধার যুবক গ্রেপ্তার

মানবজমিন প্রকাশিত: ১৯ মে ২০২১, ০০:০০

ফেনীতে অপহরণের দু’মাস পর এক কলেজছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকার একটি বাসা থেকে গত সোমবার অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। এ সময় পুলিশ অপহরণকারী হাছান পিয়াস (২৫) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হাছান পিয়াস ফেনী শহরের ৫নং ওয়ার্ড হাজী আফজলের রহমান সড়কের বিরিঞ্চি বড় বাড়ির মো. আজাদের ছেলে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ এন এম নুরুজ্জামান।পুলিশ জানায়, গত ১৫ই মার্চ সকালে শহরের ডাক্তার পাড়ায় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায় ফেনী সরকারি কলেজের ওই ছাত্রী। প্রাইভেট শেষে বাসায় ফেরার সময় শহরের ট্রাংক রোডের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে অপহরণ করে পিয়াসসহ তার সহযোগীরা। সেই থেকে ওই কলেজছাত্রীর পরিবার নানাভাবে পিয়াস ও তার আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করছে। তারা বিষয়টি স্বীকার করলেও মেয়ের সন্ধান দেয়নি। পরে মেয়েকে খোঁজাখুঁজি করে না পেয়ে ছাত্রীর মা বাদী হয়ে গত ১৮ই মার্চ পিয়াসসহ ৬ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএনএম নুরুজ্জামান আরো জানান, মামলার দু’মাস পর গত ১৩ই মে পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারী হাছান পিয়াসের অবস্থান নির্ণয় করে অভিযান চালায়। গত সোমবার রাজধানী ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকা থেকে অপহরণকারী হাছান পিয়াসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ঢাকা থেকে ফেনী গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করে পুলিশ। পুলিশ জানায়, গতকাল অপহৃতের শারীরিক পরীক্ষার জন্য তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ২২ ধারায় কলেজছাত্রীর জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে তোলা হবে। অপহরণকারী হাছান পিয়াসকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us