জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ প্রাণ গেল ৩ জনের

মানবজমিন প্রকাশিত: ১৮ মে ২০২১, ০০:০০

সুনামগঞ্জের জগন্নাথপুরে একদিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের কাঁচা রবি দাসের স্ত্রী চানমতি রবি দাস (৪৫), তার ছেলে অরুণ রবি দাস (১১) ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের এরালিয়া মোহাম্মদপুর গ্রামের ময়না মিয়া (৬৫)।স্থানীয় সূত্র জানায়, উপজেলার কুবাজপুর গ্রামে গত শনিবার রাতে বিদ্যুতের সার্ভিস লাইনের তার একটি ডোবার পানিতে ছিঁড়ে পড়ে। রোববার সকালে কাঁচা রবি দাসের ছেলে অরুণ রবি দাস জাল নিয়ে বাড়ির পাশের ওই ডোবায় মাছ ধরতে যায়। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিলে বাড়ির সামনে থাকা তার মা চানমতি দাস ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে উপজেলার এরালিয়া মোহাম্মদপুর গ্রামে বসতঘরের বিদ্যুতের সুইসবোর্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়না মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন।উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. নাজমুল সাদাত বলেন, বিদ্যুৎস্পৃষ্ট ৩ জন হাসপাতালে আসার পূর্বে মারা গেছেন। জগন্নাথপুর থানার উপ-পরির্দশক (এসআই) মির্জা শাখাওয়াত বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us