বান্দরবানে গাঁজার আসরে মারামারি

মানবজমিন প্রকাশিত: ১৮ মে ২০২১, ০০:০০

বান্দরবান শহরের ৮ নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সেবনকালে দুই যুবকের বাকবিতণ্ডা ও মারামিতে এক যুবক ছুরিকাহত হয়ে গুরুতরভাবে আহত হয়েছেন। গুরুতর আহত আল আমিন পেশায় একজন রাজমিস্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বান্দরবান শহরের ৮ নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় কিছু যুবক পাহাড়ের চূড়ায় বসে প্রতিনিয়ত নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সেবন করে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে একই স্থানে গাঁজা সেবন করতে বসে আল-আমিনসহ তার কিছু বন্ধু। সূত্রে আরো জানা যায়, গাঁজা সেবনের এক পর্যায়ে কথা কাটাকাটিতে আল-আমিনের সঙ্গে মো. শাহীনের তুমুল বাকবিতণ্ডা হলে মো. শাহীন ছুরি দিয়ে আল-আমিনের দেহের বিভিন্ন অংশে আঘাত করে। এ সময় ছুরির আঘাতে আল-আমিনের শরীর থেকে প্রচুর রক্তপাত হলে সে মাটিতে পড়ে গেলে সঙ্গে সঙ্গে সেখানে থাকা তার বন্ধুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় আল-আমিনের চিৎকারে আশপাশের বাসিন্দারা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করলে ডাক্তাররা তার অবস্থা সংকটাপন্ন বলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সদর হাসপাতালের ডাক্তার মো. নাছির উদ্দিন জানান, আহত অবস্থায় আল-আমিনকে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তার দুই কাঁধে ছুরির আঘাত রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি টিম সেখানে গিয়ে মো. শাহীন নামে এক যুবককে আটক করেছে এবং এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us