সিদ্ধিরগঞ্জে গৃহবধূ খুন মদপানে পোশাক শ্রমিকের মৃত্যু

মানবজমিন প্রকাশিত: ১৭ মে ২০২১, ০০:০০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঈদের ছুটিতে এক গৃহবধূ খুন ও অতিরিক্ত মদপানে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- গৃহবধূ বিবি ফাতেমা (৫০) ও গার্মেন্টস শ্রমিক রুমা আক্তার (১৭)। ঘটনা দু’টি ঘটেছে ঈদের দিন ভোরে সিদ্ধিরগঞ্জে পূর্ব নিমাই কাশারী এলাকার ৩নং রোডস্থ শাহীন মিয়ার বাড়ির নিচতলা ও একইদিন রাতে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায়। গৃহবধূ খুনের ঘটনায় শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে গৃহবধূর স্বামী নুরুল আমিন সবুজ (৫০) কে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নুরুল আমিন সবুজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের জানিয়েছেন, নিহত বিবি ফাতেমা তার স্বামী নুরুল আমীন সবুজকে সন্দেহ করতো তার সঙ্গে অন্য কোনো নারীর সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কলহ হতো। একপর্যায়ে ঈদের ৩ দিন আগে থেকে সে তার স্ত্রীকে খুন করার পরিকল্পনা করে। একটি ধারালো ছুরি সংগ্রহ করে। পরে সুযোগ বুঝে ঈদের দিন ভোর রাতে ওই ছুরি দিয়ে স্ত্রী বিবি ফাতেমার গলায় আঘাত করে খুন করে। পরে তার মৃত্যু নিশ্চিত হলে সে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত নুরুল আমীন সবুজ নোয়াখালী জেলার সদর থানার, শ্রীপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। সে পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাই কাসারী এলাকার ৩নং রোডে শাহীন মিয়ার মালিকানাধীন ফিরোজ ভিলার নিচ তলায় ভাড়া থাকতো। অপরদিকে, ঈদুল ফিতরের দিন রাতে রুমা আক্তার তার বান্ধবী টুম্পার বাসায় বেড়াতে যায়। শনিবার ভোররাত ৪টার দিকে রুমা আক্তার অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ রুমার বান্ধবী টুম্পাকে আটক করেছে। আটককৃত টুম্পার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ঈদের দিন রাতে মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়েন রুমা। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রুমা কুমিল্লা জেলার দেবীদ্বার থানার গণেশপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে ও নয়া আটি মুক্তিনগর আমির পাগলার বাড়ির ভাড়াটিয়া। সে মুনলাক্স গার্মেন্টে-এ হেলপার হিসেবে কর্মরত ছিল। আটক টুম্পা পটুয়াখালী জেলার সদর থানার বল্লভপুর কালিকাপুর গ্রামের ফজলুল হকের মেয়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us