ইসরায়েলের হামলার লক্ষ্য যেন শিশুরা

প্রথম আলো প্রকাশিত: ১৬ মে ২০২১, ২০:৩৭

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে এক সপ্তাহ ধরে চলা সংঘর্ষে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে। বার্তা সংস্থা এএফপির হিসাব অনুযায়ী, সংঘর্ষে এ পর্যন্ত ১৮৮ জন নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ৫৫টি শিশুও রয়েছে। ইসরায়েল একের পর এক বিমান হামলা চালাচ্ছে। হামাসও রকেট ছুড়ছে। বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে আবাসিক ভবন। গতকাল শনিবার গুঁড়িয়ে দেওয়া হয় বার্তা সংস্থা এপি ও কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার কার্যালয়। একই দিনে গাজার পশ্চিমাঞ্চলে শরণার্থীশিবিরেও হামলা চালায় ইসরায়েল। এতে এক পরিবারের ১০ সদস্য নিহত হয়। গুরুতর আহত হয় পাঁচ মাসের এক শিশু। প্রায় প্রতিদিনই ঘটছে এমন ঘটনা। আজ সর্বশেষ ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে এএফপি। রয়টার্সের ছবিতে সেই নৃশংসতা তুলে ধরা হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us