প্রত্যাশা বেশি বলেই সমালোচনা বেশি

ঢাকা পোষ্ট মনজুরুল আহসান বুলবুল প্রকাশিত: ১৫ মে ২০২১, ১০:৫২

আজকাল নতুন নতুন শব্দের বিপুল ব্যবহার দেখছি। তালিকায় না যাই। ‘ফ্রন্ট লাইনার’-সম্মুখ সারির, শব্দটি বহুল প্রচার পায় যুদ্ধের সময়। একেবারে সামনে থেকে যারা যুদ্ধ করেন তারাই হচ্ছেন ‘ফ্রন্ট লাইনার’। পরে এর কিছুটা সর্বজনীন ব্যবহার হলো, যারাই সামনে তারাই ’ফ্রন্ট লাইনার’।


হালে করোনাকালে এই শব্দটি আবার হাজির। করোনা যুদ্ধে সবাই মাঠে। অজ্ঞাত অচেনা অদৃশ্য এক শক্তির বিরুদ্ধে লড়াই। শত্রু কোন দিক থেকে কখন, কাকে আক্রমণ করে তার কোনো ঠিক নেই, কাজেই লড়াইয়ের প্রস্তুতিও চার দিকেই। ফ্রন্ট লাইনের শাব্দিক অর্থও গেল পাল্টে, চারদিকই এখন ফ্রন্ট লাইন।
কাজ নিয়ে এতটা আলোচনা হলো না, কিন্তু যেই প্রাপ্তিযোগের প্রশ্ন এল তখনই শুরু হলো, কারা আসলে ফ্রন্ট লাইনার। ডাক্তাররা বললেন তারাই, কারণ তারাই তো একেবারে সামনে থেকে রোগীদের সেবা দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us