মাঠে দর্শক ফেরাতে চ্যাম্পিয়ন্স লীগের ভেন্যু বদল

মানবজমিন প্রকাশিত: ১৩ মে ২০২১, ০০:০০

চ্যাম্পিয়নস লীগের ফাইনালের ভেন্যু ঠিক করা ছিল আগেই। তুরস্কে হওয়ার কথা ছিল ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার ফাইনাল। মাঠে দর্শক ফেরাতেই উয়েফা সেখান থেকে ফাইনাল সরিয়ে নিলো। ২৯ মে চ্যাম্পিয়নস লীগের ফাইনাল হবে পর্তুগালে।দারুণ এক ফাইনালের প্রত্যাশা। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। দুটি দলই ইংল্যান্ডের। করোনাভাইরাস সতর্কতায় তুরস্ককে ‘রেড’ জোনে রেখেছে ইংল্যান্ড। তবে পর্তুগাল আছে তাদের ‘গ্রিন’ লিস্টে। তাই পর্তুগালে ফাইনাল হলে ম্যানসিটি কিংবা চেলসি সমর্থকদের কোয়ারেন্টিনের প্রয়োজন পড়বে না। ইংলিশ দুই ক্লাবের ৬ হাজার করে দর্শক থাকবেন ফাইনালে।উয়েফা জানিয়েছে, এবারের চ্যাম্পিয়নস লীগ ফাইনালে গ্যালারিতে উপস্থিত থাকবেন ১২ হাজার দর্শক। নতুন ঘোষণায় চ্যাম্পিয়নস লীগের ফাইনালের ভেন্যু পর্তুগিজ শহর পোর্তোর এস্তাদিও দু দ্রাগাও। আগের নির্ধারিত ভেন্যু ছিল ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়াম।‘অল ইংলিশ’ ফাইনাল হওয়ায় ওয়েম্বলিতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল উয়েফা। এ ব্যাপারে তারা যুক্তরাজ্য সরকার ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনে সঙ্গে আলোচনাতেও বসেছিল। কিন্তু স্পন্সর, ভিআইপি ও ব্রডকাস্টারদের কোয়ারেন্টিন ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা। ফলে পর্তুগিজ শহর পোর্তোকে বেছে নিয়েছে উয়েফা।এ নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লীগের ফাইনাল হতে যাচ্ছে পর্তুগালে। গত বছর নকআউট ও ফাইনাল হয়েছিল ইউরোপিয়ান দেশটির রাজধানী লিসবনে। সেখানে প্যারিস সেন্ত জার্মেইকে হারিয়ে শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us