শাল্লায় আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মানবজমিন প্রকাশিত: ১৩ মে ২০২১, ০০:০০

সুনামগঞ্জের  শাল্লা উপজেলার আটগাঁও গ্রাম ৩ টি ঘর পুড় ছাই হয়ে গেছে । বুধবার  গভীর  রাতে  এঘটনা ঘটে। গ্রামের মন্জুরুল হকের ঘর থেকে  আগুনের সূত্রপাত হয়ে পাশের  আজিজ মিয়া ও আব্দুল রাজ্জাক  মিয়ার ঘর ও বয়াবহ আগুনে  পুড়ে গেছে  । এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে  বলে গ্রামবাসী জানিয়েছেন । গভীর রাতে  আগুনের সূত্রপাত হলে  পাশের মসজিদ  থেকে  মাইকিং করা হলে গ্রামবাসী ঘুম থেকে  জেগে উঠে এবং সবাই  আগুন  নিভাতে এগিয়ে  আসে। এক পর্যায়ে  সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব  হলে ও নিঃস্ব হয়ে যায় ৩ টি পরিবার। গ্রামের মাফিক মিয়া জানান, সবে মাত্র বৈশাখ শেষ হয়েছে, সারা বছরের পরিশ্রমে উপার্জন করা বোরো ধান ও কের (খড়) সহ ত টি ঘরের সব কিছু কেড়ে নিয়েছে  আগুনে। শুক্রবার ঈদ, কি করে যে এই পরিবারগুলো ঈদ করবে সেটি আল্লাহ ই জানেন। এই খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে শাল্লা  উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন ঘটনা স্থল পরিদর্শন  করেন  এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাধ্যমত সকল প্রকার সাহায্যে সহযোগিতার আশ্বাস দেন বলে নির্বাহী কর্মকর্তা জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us