এবার ঈদে তাসনুভারা বাড়ি যেতে পারবে?

সমকাল সালাহ্উদ্দিন নাগরী প্রকাশিত: ০৮ মে ২০২১, ১১:৩১

তাসনুভা আনান শিশির নামে এক নারী বেসরকারি একটি টেলিভিশনে নাটকের কাজে গিয়েছিলেন। তার উচ্চারণ, বাচনভঙ্গি, উপস্থাপনা কৌশল দেখে টেলিভিশন কর্তৃপক্ষ তাকে খবর পাঠের জন্য নির্বাচিত করে। এর পরের অংশটুকু সবারই জানা। হ্যাঁ, তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ বছরের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে বৈশাখী টিভিতে খবর পাঠ করেন। প্রচলিত ধ্যান-ধারণা ও অবহেলাকে অতিক্রম করে নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করেছেন তিনি। সবার চোখ খুলে দেওয়ার এ এক অনবদ্য সূচনা। এ গোষ্ঠীর মানুষের জীবনাচরণ অনেকের কাছে খুব একটা স্বস্তিকর নয়। হয়তো ট্রাফিক সিগন্যালে আটকে আছেন, ওরা বিভিন্ন অঙ্গভঙ্গি করে টাকা-পয়সার জন্য গাড়ির কাচে বাড়ি মারবে, না দিলে গালাগাল করবে। রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, দল বেঁধে আপনাকে ঘিরে ধরবে। বাস, লঞ্চ, ট্রেন স্টেশনে নেমে গন্তব্যে যাওয়ার জন্য তাড়াহুড়া করছেন, তাদের পাল্লায় পড়লে কিছুটা সময়ক্ষেপণ হবেই। তারা কিন্তু ভিক্ষুকও নয়, চাঁদাবাজও নয়। তাদের বলা হয় 'তৃতীয় লিঙ্গ'। তারা কেউ দালান-কোঠায় থাকে না, হাজার হাজার টাকাও কামাই করে না। শুধু ক্ষুন্নিবৃত্তি নিবারণ ও জীবনটাকে ঠেলে পার করার জন্য অন্যের কাছে হাত পাতছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us