'দিল্লিকে রোজ ৭০০ মেট্রিক টন অক্সিজেন দিতেই হবে', কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এইসময় (ভারত) প্রকাশিত: ০৭ মে ২০২১, ১৪:২২

 হাতজোড় করে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের থেকে অক্সিজেন চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্র সরকারেরও। কিন্তু আশানুরূপ সাড়া মেলেনি। কিন্তু এবার দিল্লিকে প্রতিদিন বাধ্যতামূলকভাবে ৭০০ মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেন দিতে হবে কেন্দ্রকে, শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।


বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এদিন জানায়, দিল্লিতে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে এগিয়ে আসতে হবে কেন্দ্রকে। যদি দিল্লিকে প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ না করা হয়, সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট। বিচারপতি জানান, রায়ের আনুষ্ঠানিক ঘোষণা হতে বিকেল ৩ টে হতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রকে এখন থেকেই অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জারি থাকবে এই রায়, জানায় সুপ্রিম কোর্ট।দালতের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us