রান্নার চুলা থেকে সূত্রপাত, বাতাসে ছড়ায় চারদিকে

প্রথম আলো প্রকাশিত: ০৫ মে ২০২১, ২১:৪৫

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে গ্যাস সিলিন্ডার থেকে। বালুখালী-৮ ক্যাম্পের ডি ব্লকের একটি ঘরের রান্নার চুলা থেকে এ সূত্রপাত। বাতাসের গতিবেগ বেশি ছিল বলে আশপাশের তিনটি ক্যাম্পের পাঁচ বর্গকিলোমিটার এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। ঘনবসতি হওয়ায় বেড়েছে ক্ষয়ক্ষতি। তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য।


গত ২২ মার্চের এ অগ্নিকাণ্ডে ১০ হাজার ১৬৫টি বসতি পুড়ে যায়। প্রাণ হারায় ১১ জন।


কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াতকে প্রধান করে গঠিত সাত সদস্যের কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করে গত ২৯ মার্চ। তবে তদন্ত প্রতিবেদনের ব্যাপারে আজ বুধবার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ভবিষ্যতে ক্ষয়ক্ষতি ও জানমাল রক্ষায় ১৩ দফা সুপারিশ তুলে ধরা হয় প্রতিবেদনে।


অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামছু-দ্দৌজা প্রথম আলোকে বলেন, ১৩ দফা সুপারিশ বাস্তবায়নের কাজ চলছে। প্রথমে ধ্বংসস্তূপের ওপর গুচ্ছাকারে শরণার্থীদের ঘরগুলো তৈরি হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় মিয়ানমারের ৪০০ চাকমা

প্রথম আলো | ঘুমধুম ইউনিয়ন পরিষদ, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
২ মাস, ২ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us