সড়কপথ উদ্বোধনের দিনই পদ্মা সেতুতে ট্রেন চলবে: রেলমন্ত্রী

মানবজমিন প্রকাশিত: ০৫ মে ২০২১, ০০:০০

পদ্মা সেতুর সড়কপথ উদ্বোধনের দিনই রেলপথে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। গতকাল দুপুর ১২টার দিকে মাওয়া রেলস্টেশন ও ভায়াডাক্টের কাজের অংশ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।রেলমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমরা আশা করছি, পদ্মা সেতুর সড়কপথ যেদিন উদ্বোধন হবে, সেদিন থেকেই ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত আমরা রেল পরিচালনা করতে পারবো।’ তিনি বলেন, ‘কাজের যে অগ্রগতি তাতে আমরা সন্তুষ্ট। রেল সংযোগ প্রকল্পের সার্বিক ৪১ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। অন্যদিকে ভাঙ্গা থেকে মাওয়া অংশের ৬৬ শতাংশ কাজ শেষ হয়েছে। মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত চারটা স্টেশনের কাজও পুরোদমে চলছে।’ তিনি আরো বলেন, ‘আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। ভাঙ্গার স্টেশনটি হবে জংশন স্টেশন। কারণ ভাঙ্গা থেকে আমরা ভবিষ্যতে পায়রাবন্দরের সঙ্গে সংযুক্ত হবো। এই স্টেশনটিকে আমরা আইকনিক স্টেশন হিসেবে কীভাবে তৈরি করতে পারি সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।’ এ সময় আরো উপস্থিত ছিলেন রেল সেতু প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন চৌধুরী, ইন্টারন্যাশনাল কনসালটেন্ট কনসোর্টিয়ামের সিওও মেজর জেনারেল জাহিদ, চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের প্রকল্প পরিচালক ওয়্যাং কুন, রেলের ডিজি ডি এন মজুমদারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। মাওয়া স্টেশন পরিদর্শন শেষে মন্ত্রী জাজিরার অংশ পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us