ফিলিপাইনের জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ১৭:৩৭

কাঠের ওপর খোদাই করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফিলিপাইনের জাতীয় বীর ডা. হোসে রিজালের প্রতিকৃতি। মহান দুই নেতার পোট্রেটের পাশাপাশি লাল রঙের আবহ মানুষ। খোদাই করা শিল্পটিতে জনগণের জন্য দুই নেতার আত্মোৎসর্গকে প্রতিফলিত করা হয়েছে সুন্দর কারুকার্যের মাধ্যমে। কাঠের তৈরি যৌথ প্রতিকৃতি সংবলিত এমনই একটি শিল্পকর্ম ফিলিপাইনের কালাম্বা শহরের একটি জাদুঘরে উন্মোচন করা হয়েছে।


মহান দুই নেতার এই শিল্পকর্মটি ফিলিপিনো শিল্পী নিকোলাস পি আকা জুনিয়র খোদাই করেছেন। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে এই শিল্পকর্মটি ফিলিপাইনস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে হোসে রিজাল জাদুঘরে উপহার হিসেবে প্রদান করা হয়েছে। সম্প্রতি রিজাল জাদুঘরে শিল্পকর্মটি উদ্বোধন করেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এবং হোসে রিজাল জাদুঘরের কিউরেটর যারাহ এসকুয়েতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us