আবার বাড়ছে চিকিৎসকদের মৃত্যু

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ১১:০৪

করোনাতে আক্রান্ত হয়ে চিকিৎসকদের মৃত্যু আবার বাড়ছে। কেবল এপ্রিল মাসেই করোনায় আক্রান্ত হয়ে  মারা গেছেন ১৭ জন চিকিৎসক। দেশে প্রথম করোনাতে আক্রান্ত হয়ে মারা যান সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী চিকিৎসক ডা. মঈন উদ্দীন আহমেদ। সে থেকে আজ পর্যন্ত করোনা এবং করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫১ জন চিকিৎসক। চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এ তথ্য জানিয়েছে।


দেশে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে করোনা ভাইরাসের সংক্রমণ নিম্নমুখি হয়। তবে মার্চের শুরু থেকে আবার ঊর্ধ্বগতি দেখা যায়। এটাকে করোনার দ্বিতীয় ঢেউ বলছেন অনেকে। তবে চিকিৎসকরা অভিহিত করছেন করোনার ‘সুনামি’ নামে। তারা বলছেন, গত বছরের চেয়ে এবারের সংক্রমণ তীব্র। আর এই সুনামিতে চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us