এই ‘চ্যারিয়ট অব ফায়ার’ যেন থেমে না যায়

কালের কণ্ঠ আবদুল গাফফার চৌধুরী প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ০৯:৫৪

বাংলাদেশে হেফাজতিদের ধরপাকড় অব্যাহত রয়েছে। মামুনুল হককে পুলিশি হেফাজতে নেওয়ার পর তাঁর ‘পূত চরিত্রের’ আরো নানা কাহিনি বেরিয়ে আসছে। আর এই ধরপাকড়ে আরো একটি ব্যাপার স্পষ্ট হয়েছে যে হেফাজতিদের ধরা হলে দেশে আগুন জ্বলবে বলে যে মিথ তৈরি করা হয়েছিল, সেই মিথ মিথ্যা। এই মিথ তৈরি করেছিল আওয়ামী লীগেরই ডান প্রতিক্রিয়াশীল একটা অংশ। এখন প্রমাণিত হলো তাদের প্রোপাগান্ডা ছিল মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যমূলক।


এই উদ্দেশ্য ছিল সরকারকে মিথ্যা ভয় দেখানো এবং ভয় দেখিয়ে হেফাজতিরা বনের বাঘ, তাদের ধরলে দেশের ‘মুমিন মুসলমানরা’ সরকারের বিরুদ্ধে চলে যাবে—এই মিথ তৈরি করে রাজনীতিতে ধর্মব্যবসায়ীদের অশুভ-আধিপত্য বজায় রাখা। সরকার যখন হেফাজতিদের ধরার সাহস দেখিয়েছে, তখন আওয়ামী লীগের ভেতরে আশ্রয়গ্রহণকারী এই বর্ণচোরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ একান্ত দরকার। তাতে দেশের রাজনীতি পরিচ্ছন্ন হবে এবং আওয়ামী লীগের কাঁধ থেকেও সিন্দাবাদের দৈত্য তাড়ানো হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us