মরণাপন্ন নাভালনি, হুঁশিয়ারি আমেরিকার

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ০৫:৫৬

যে কোনও সময়ে জেলের মধ্যেই মারা যেতে পারেন রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি। তাঁর চিকিৎসকেরাই এমন আশঙ্কা করছেন। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমুশ বলেছেন, ‘‘অ্যালেক্সি মারা যাচ্ছেন। আর হয়তো কয়েকটা দিন।’’ নাভালনি মারা গেলে ক্রেমলিনকে ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। রাশিয়া সরকার যদিও আদালতে গিয়ে নাভালনির বিভিন্ন সংগঠনকে ‘জঙ্গি গোষ্ঠী’ হিসেবে ঘোষণার চেষ্টা চালাচ্ছে।


প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী বিষ দিয়ে তাঁকে খুনের চেষ্টা করেছিল বলে দাবি করেছিলেন নাভালনি। বিদেশ থেকে সুস্থ হয়ে ফেরা মাত্রই তাঁকে ফের জেলে পাঠানো হয়। মার্চের শেষ থেকে জেলে অনশন শুরু করেন নাভালনি। চিকিৎসকদের দাবি, এখন তাঁর রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়েছে উদ্বেগজনক ভাবে। অবিলম্বে ইন্টেনসিভ কেয়ারে সরানো দরকার। কিন্তু নাভালনির সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us