রাজধানীসহ সারাদেশে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন ধরনের অপরাধে ৫৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। রোববার (২৫ এপ্রিল) দিনব্যাপী সারাদেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ৩০টি মনিটরিং টিম অভিযান চালিয়ে জরিমানা করে।
রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে রাজধানী ও জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করছে।