বেশ তোড়জোড় নিয়ে আলোচনা শুরুর পর, মাত্র আড়াই দিনেই পুরোপুরি থমকে গেছে ইউরোপিয়ান সুপার লিগের (ইএসএল) পরিকল্পনা। প্রাথমিকভাবে ১২ দল নিয়ে এই বিদ্রোহী টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও, একে একে সরে দাঁড়িয়েছে বেশিরভাগ ক্লাব।
ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের পরিকল্পনাকে একদমই ভালোভাবে নেয়নি ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সংস্থাটির প্রধান অ্যালেকজান্ডার চেফেরিন একপ্রকার হুঙ্কারই দিয়েছিলেন, ইএসএলে অংশ নিতে যাওয়া ক্লাবগুলোর উদ্দেশ্যে।