সহজেই সমাধান সম্পর্কের সমস্যার! রইল জরুরি কিছু পরামর্শ

এইসময় (ভারত) প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ১৬:৩০

এই সময় জীবনযাপন ডেস্ক: ব্রেকফাস্টে স্মুদি নাকি পাস্তা এসব নিয়ে ঝামেলা হতেই পারে। কিন্তু সেই দ্বন্দ্ব যখন ব্যক্তিগত স্তরে চলে যায় তখনই হয় খুব মুশকিল। এসব থেকে বাড়েতে থাকে রাগ, ক্রোশ। আর এর প্রভাব তখন পড়ে সম্পর্কে। একে অপরকে দোষ দেওয়া, পরিবার পরিজন নিয়ে কথা বলা এসব তখনই আসে। এরকম দ্বন্দ্ব যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে সম্পর্কে তৃতীয় কোনও ব্যক্তি ঢুকে পড়তে বেশি সময় লাগে না। শালিনী আর সৌরভের সম্পর্কের শুরুর থেকেই এসব ঝামেলা, ঝগড়া লেগেই থাকত। শালিনী ডান দিকে যেতে চাইলে সৌরভ বাম দিকে। সারাদিন সারাক্ষণ জিন, ফিটনেস নিয়ে থাকতে পছন্দ করে। কিন্তু সৌরভ আবার বাইরের খাওয়াদাওয়ী নিয়েই মেতে থাকে। কিন্তু পরে এই সব ছোট খাটো জিনিস প্রভাব ফেলতে শুরু করে ওদের সম্পর্কে। সৌরভের দিদি আর মা কে একদমই সহ্য করতে পারেনা শালিনী। এদিকে শালিনীর মায়ের সঙ্গে কথা বললেই তর্ক হয় সৌরভের। এরপরই ওদের এক বন্ধু শালিনীকে বেশ কিছু উপদ্শ দেয়। আর সেই উপদেশ মেনেই এখন কিন্তু ওদের সম্পর্ক আগের থেকে অনেকটাই ভালো। তই সেই পরাম্$M থাকল আপনার জন্যেও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us